বিইউপিতে ‘ডেভথন ৩ দশমিক ০’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত , বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র বিজয় অডিটোরিয়ামে আজ ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস)’র ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্টের অধীনে পরিচালিত ডেভেলপমেন্ট লিডার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ডেভথন ৩ দশমিক ০’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বিইউপিতে ‘ডেভথন ৩ দশমিক ০’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয় যথাক্রমে কেইস কম্পিটিশন এবং পোস্টার প্রেজেন্টেশন। কেইস কম্পিটিশন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টীম থ্রোব’ চ্যাম্পিয়ন, বিইউপির‘ টীম স্টারফ্লীট’ প্রথম রানারআপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ‘টীম বি২বি’ দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যদিকে, পোস্টার প্রেজেন্টেশনে বিইউপির ‘টীম হাউজ টার্ক”,’ ‘ টীম ইকুলিব্রাম’ এবং ‘টীম ইউলেনস’ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জনকরেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর মহাপরিচালক ডা. বিনায়েক সেন এবং এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফায়সাল বিন সিরাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও দেখুন :
ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে শিক্ষা পরিপূর্ণতা লাভ করে : সংস্কৃতি প্রতিমন্ত্রী