জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের সহায়তায় পাঁচটি স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে রোবটিক্স ল্যাব। আজ বেলা ১১টায় উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ভার্চুয়ালি অংশগ্রহণ করে জুম কনফারেন্সিং প্ল্যাটফর্মে একযোগে এই ল্যাবগুলো উদ্বোধন করেন। এসব ল্যাবে বেসিক রোবট বানানোর থ্রিডি প্রিন্টার ও ফিলামেন্ট, সেন্সর, বেসিক কার কিট, বেসিক ইলেকট্রনিক কিট, লজিক গেইক আইসি কিট, পাওয়ার সাপ্লই, লিথিয়াম ব্যাটারিসহ নানা যন্ত্রপাতি স্থাপন করা হয়।
ল্যাবের বাইরেও এই পাঁচটি প্রতিষ্ঠানে রোবটিক্স ক্লাব স্থাপন করা হয়। ক্লাবের সদস্যদের ইতোমধ্যেই প্রোগ্রামিং ও রোবটিক্স বিষয়ে তিনটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ল্যাব স্থাপন করা অন্য চারটি প্রতিষ্ঠানে হলো, ভগবান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, জিরুইন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ আবু তাহের কলেজ, বেগম দিলরোজ ওবায়দুল্লাহ কারিগরি ইন্সটিটিউট। এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,
আমার জানামতে উপজেলা পর্যায়ের স্কুলে এটিই বাংলাদেশের প্রথম রোবটিক্স ল্যাব। এই ল্যাবগুলোর মাধ্যমেই বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী মানবসম্পদ গড়ে তোলা যাবে। এতে করে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হওয়া সহজতর হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমদ, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম ভূঁইয়া, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল প্রমুখ।
[ রোবটিক্স শব্দটি এসেছে ‘রোবট’ শব্দ হতে যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে যা ১৯২০ সালে প্রকাশিত হয়। রোবট (Robot) শব্দটি এসেছে মূলত স্লাভিক শব্দ “রোবোটা” হতে যার অর্থ হলো শ্রমিক। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী “রোবটিক্স” শব্দটি সর্বপ্রথম প্রিন্টে ব্যবহার হয় ‘আইজ্যাক অসিমভ এর ছোট সায়েন্স ফিকশন গল্প “লায়ার” এ যা ১৯৪১ সালে প্রকাশিত হয়েছিল।
রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। New Collegiate ডিকশনারীর মতে “রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেবল, এজন্য তাকে রোবটিক্সের জনক বলা হয়। ]
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সুপার কম্পিউটিং ল্যাব পরিদর্শন আইসিটি প্রতিমন্ত্রীর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল যুক্তরাষ্ট্রের বার্কলিতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের বার্কলি ল্যাব, সুপার কম্পিউটিং ল্যাব ও সিলিকন ভ্যালি ইনোভেশন ইকোসিস্টেম ও স্টার্টআপ এক্সেলেরেটর প্রোগামের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হ্যাস স্কুল অব বিজনেস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইনোভেটর এবং ইনকিউভেটরদের সাথে মতবিনিময় করেন।
আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয় ওই মতবিনিয় সভায় তারা সরকারি সংস্থা, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, মেশিন লার্নিংযের মাধ্যমে আর্থিক লেনদেনে জালিয়াতি সনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় সভায় হ্যাস স্কুল অফ বিজনেসের নির্বাহী পরিচালক ক্রিস বুশ, ড. নোজওয়ার্দি, আবদুল্লাহ মঈন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্কট শেনকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও দেখুনঃ