ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আট মাসেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আট মাসেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফল, ঢাবির ফিন্যান্স বিভাগের মাস্টার্সের ২৩তম ব্যাচের চূড়ান্ত পরীক্ষা হওয়ার আট মাস এবং প্রজেক্ট পেপার জমা দেওয়ার চার মাস পরও ফল প্রকাশ করা হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার চার-পাঁচ মাস এবং প্রজেক্ট পেপার জমা দেওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ফিন্যান্সের মাস্টার্সের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা ফল প্রকাশে দেরি হওয়ায় বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিতে পারছেন না ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আট মাসেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফল

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আট মাসেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফল

ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের ২৩তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) রুটিন, পরীক্ষাসংক্রান্ত নোটিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত বছরের ১১ সেপ্টেম্বর মাস্টার্স ২৩তম ব্যাচের দ্বিতীয় (চূড়ান্ত) সেমিস্টারের ক্লাস শুরু হয়। এই সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হয় চলতি বছরের ৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। করোনার ক্ষতি পুষিয়ে নিতে ঢাবির ‘লস রিকভারি প্ল্যান’-এর আওতায় ছয় মাসের সেমিস্টার চার মাসের মধ্যে শেষ করা হয়।

গত ১১ মে শিক্ষার্থীরা প্রজেক্ট পেপার বিভাগে জমা (সাবমিশন) দেন এবং ২৮ ও ২৯ মে প্রজেক্ট পেপারের ডিফেন্স (শিক্ষার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে পেপার যাচাই) অনুষ্ঠিত হয়।৩০ জুন প্রাথমিকভাবে বিভাগ থেকে সমন্বিত ফল প্রকাশ করা হয়। ৭ আগস্ট বিভাগের নোটিশ বোর্ডে চূড়ান্ত সমন্বিত ফল প্রকাশ করা হয়। কিন্তু দুই মাসের বেশি সময় পরও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আট মাসেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফল

 

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের সমন্বয়হীনতার কারণে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এখনো চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। এর আগে একই ব্যাচের বিবিএ (স্নাতক) পরীক্ষার ফল প্রকাশে দেরি হয়েছিল। বিভাগ থেকে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা রেজিস্ট্রার বিল্ডিংয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে গিয়ে অভিযোগ দিলে পরে ফল প্রকাশ করা হয়। এখন মাস্টার্সের চূড়ান্ত ফল ঠিক সময়ে প্রকাশিত না হওয়ায় অনেক শিক্ষার্থী বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করতে এবং অংশ নিতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিন্যান্সের ২৩তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান স্বাক্ষর ছাড়াই ফল প্রশাসনিক ভবনে পাঠিয়ে দিয়েছিলেন। এ কারণে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস এ নিয়ে কোনো কাজ করতে পারেনি। ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে জানতে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করা হলে তিনি লিখিতভাবে কারণ জানতে চেয়ে চিঠি দিতে বলেন। চিঠির উত্তরে তিনি ফল প্রকাশে দেরি হওয়ার কারণ জানাবেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আট মাসেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফল

 

‘ফিন্যান্স বিভাগের মাস্টার্সের ২৩তম ব্যাচের পরীক্ষার ফল নিয়ে স্পষ্টভাবে আমার জানা নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তবে কিছু ফল তৈরি হয়ে আছে। এগুলো উপ-উপাচার্যের (শিক্ষা) অনুমোদন পেলেই প্রকাশ করা হবে।’

আরও দেখুনঃ